ঢাকা | 04 November 2025

টাঙ্গাইল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করে এলাসিনে আরেকটি প্রচারণায় যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেডিসিন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল আলম জানান, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামিদুল হক মোহনকে হাসপাতালে আনা হয়। ইসিজি করার পর আমরা দেখি, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।”
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. ফেরদৌস বলেন, “বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন দেলদুয়ার–-নাগরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এজন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে জনসংযোগ ও সভা-সমাবেশে অংশ নিচ্ছিলেন। আজ দেওলী এলাকায় জনসভা শেষে এলাসিন এলাকায় আরেকটি প্রচারণায় যাওয়ার পথে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।”

হামিদুল হক মোহন ১৯৫২ সালের ৮ আগস্ট টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবা মরহুম আইনউদ্দিন আহমেদ ছিলেন পাথরাইল ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ও সমাজসেবক।
শিক্ষাজীবন শুরু টাঙ্গাইল শহরে; পরবর্তীতে তিনি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। এসএসসি (১৯৬৫), এইচএসসি (১৯৬৬) ও স্নাতক (১৯৬৮) সম্পন্ন করেন সা’দত কলেজ থেকে।

মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন।
মহান মুক্তিযুদ্ধে তিনি টাঙ্গাইল হাই কমান্ডের সদস্য হিসেবে অসীম সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনতার পর তিনি নির্বাচিত হন বিআরডিবি টাঙ্গাইল ও দেলদুয়ারের চেয়ারম্যান।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তিনি “দূতপুল”-এর সদস্য হিসেবে উপমন্ত্রীর মর্যাদা লাভ করেন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।

নিজ গ্রাম মঙ্গলহোড়ে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ৭ বার দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একই পদে দায়িত্ব পালন করছিলেন।

তার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে  ফাজিলহাটি তমিজ উদ্দিন গার্লস হাই স্কুল, বরুহা হাই স্কুল, আটিয়া শাহানশাহী গার্লস হাই স্কুল।

তিনি ছিলেন টাঙ্গাইল নাট্যমহল–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক সংগঠন “সরগম” এর অন্যতম চালিকাশক্তি।

খেলাধুলার অঙ্গনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। তিনি ছিলেন টাঙ্গাইল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং দীর্ঘদিন টাঙ্গাইল জেলা ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ