ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল-১ আসনে তিন এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় সংসদীয় ৮টি আসনে ৮৬ জন মনোনয়ন পত্র কিনলেও জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। চলমান যাচাই বাছাইয়ে ৮টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২ জানুয়ারী) সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষনা করেন। জেলার মোট আটটি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়াও জেলার অন্যান্য আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহীল কাফি, জাতীয় পার্টির এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস হোসেন মনি’র মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

জেলার বিভিন্ন আসনে  ১৪ জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ