ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুরে আসনে রোববার (২১ডিসেম্বর/২৫) দু’প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মনোনীত প্রার্থী এ সংগঠনের গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম আরিফুল হাসান। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আফিয়া আমীন পাপ্পা।
জানা যায়, বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নেতা মো. কামাল উদ্দিন এবং অপর মনোনয়নপত্রটি প্রার্থী সশরীরে উপস্থিত হয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।