সখীপুর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সড়কে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সখীপুর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এতে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকেরা।
মানববন্ধনে সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, যুগান্তর প্রতিনিধি মাসুদ রানা, মানবজমিনের মোজাম্মেল হক সজল, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম সানি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। ঘটনাটি মুক্ত সাংবাদিকতার চরম অন্তরায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে এর পেছনেও যদি কেউ থাকেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
কর্মসূচিতে প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মতিউর রহমান, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, এম. সাইফুল ইসলাম শাফলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি জুলহাস গায়েনসহ উপজেলায় কর্মরত অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।