টাঙ্গাইলের বাসাইলে উপজেলা এনজিও বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হিরা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে ৮টি এনজিওকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।