ঢাকা | 15 January 2026

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার(১৯ডিসেম্বর) জুমার নামাজ শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বিক্ষোভ মিছিল শেষে ধনবাড়ী বাস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

তারা স্লোগানে বলেন, ‘আমি কে তুমি  কে, হাদি, হাদি,’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, এনসিপি’র টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি প্রার্থী জুলাই আন্দোলনে শহীদ সাজিদের ভাই সাইদুল ইসলাম আপন, এনসিপি’র টাঙ্গাইল জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও দওয়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন, গণ অধিকার পরিষদ ধনবাড়ীর সভাপতি শামছুল হক ও টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সাকিব শাকিলসহ অন্যরা।

বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার কার্যকর না করা হয় তাহলে আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ