ঢাকা | 03 November 2025

কালিহাতীতে ছাত্রী ধর্ষনের অভিযোগে শিক্ষক আটক

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গত অক্টোবর দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে শিক্ষক বুলবুল ওই ছাত্রীকে ডেকে শারীরিকভাবে অনভিপ্রেত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রথমে ভয় লজ্জার কারণে ছাত্রীটি কাউকে জানায়নি। তবে বাড়ি ফিরে ফুফু চাচীর কাছে বিষয়টি খুলে বলে।

ঘটনার পর অক্টোবর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এলাকাবাসী মিলে ১০৮ জন স্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, প্রথমে উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছিলাম কিন্তু কোন প্রতিকার না পেয়ে   শেষ পর্যন্ত  আইনের দ্বারস্থ হতে হয়েছে। পরে গত বুধবার ২২ অক্টোবর রাতে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ শিক্ষক বুলবুলকে গ্রেপ্তার করে।

কালিহাতী থানার  অফিসার ইনচার্জ  (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ