ঢাকা | 04 November 2025

সখীপুরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি-বৈঠার তাণ্ডবে জামায়াত-শিবির নেতাদের উপর নৃশংস বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

সমাবেশে জামায়াত ইসলামী মনোনীত টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম খান, দলটির সখীপুর উপজেলা শাখার সভাপতি আল-আমিন মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন। 
এ সময় জামায়াত ইসলামীর উপজেলা শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে তাণ্ডবে জামায়াত-শিবির নেতাদের নির্মমভাবে হত্যা করেছিল। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত ছিল না, তারা মৃত লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল। এই বর্বর দৃশ্য দেখে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ