ছবির ক্যাপশন:  
                            
                            মাদকের ভয়াল থাবা থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল মধুপুরে দামপাড়া গ্রামের এলাকাবাসী । চারিদিকে যখন মাদকে সয়লাব তখন ওই এলাকার সকল শ্রেণীর যুবকরা মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধক ব্যবস্থা গ্রহন উদ্যোগ নেন।
শুক্রবার সকালে (১০ অক্টোবর ) "যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ" এই স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলা দামপাড়ার গ্রামে লতিফ পান্নার নেতৃত্বে দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকায়বাসী উদ্যোগে আয়োজন করা হয় । ওই কর্মসূচিতে গ্রামের তরুণ ও যুব সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাবেক শিক্ষাক রশিদ হোসেন বলেন, আমাদের এই গ্রামটিতে আগে মাদকের গন্ধও ছিলোনা। নিকট অতীতে গ্রামের মধ্যে মাদক কারবারি ঢুকে যাওয়ায় এলাকার একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। এদের যে কোন মূল্যে থামাতে হবে।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না বলেন, আমরা দেখতে পাই এলাকার ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। এদের নিয়ে আমরা খুবই চিন্তিত। সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে দলমত বিবেচনা না করে মাদক সম্রাটদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে।