ঢাকা | 04 November 2025

মধুপুরে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও এলাকায়বাসীর বিক্ষোভ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মাদকের ভয়াল থাবা থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল মধুপুরে দামপাড়া গ্রামের   এলাকাবাসী । চারিদিকে যখন মাদকে সয়লাব তখন ওই এলাকার সকল শ্রেণীর যুবকরা মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধক ব্যবস্থা  গ্রহন উদ্যোগ নেন। 

শুক্রবার সকালে  (১০ অক্টোবর ) "যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ" এই স্লোগানকে সামনে রেখে মধুপুর উপজেলা দামপাড়ার গ্রামে লতিফ পান্নার নেতৃত্বে দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে  এলাকায়বাসী  উদ্যোগে  আয়োজন করা হয় । ওই কর্মসূচিতে গ্রামের তরুণ ও যুব সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, দামপাড়া  এলাকার একটা বড় অংশ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। দিন দিন বাড়ছে মাদকগ্রহীতার সংখ্যা। এতে করে স্থানীয় অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়। দিন দিন বাড়ছে মাদকগ্রহীতার সংখ্যা। অপরদিকে যুবসমাজের একটা বড় অংশ মাদক গ্রহণের ফলে বেকারত্বের হার বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। সামাজিক অবক্ষয়ের ফলে দুর্নীতি তথা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে ওই গ্রামের  যুবসমাজ।
এ প্রতিবাধ সমবেশে  অংশ নেওয়া জনসাধারণের একটা বড় অংশ যেকোনো মূল্যে মাদককে নির্মূল করতে যা কিছু করার তার সবকিছু করতে আগ্রহ প্রকাশ করেন এলাকাবাসী। 

  সাবেক  শিক্ষাক  রশিদ হোসেন বলেন, আমাদের এই গ্রামটিতে আগে মাদকের গন্ধও ছিলোনা। নিকট অতীতে গ্রামের মধ্যে মাদক কারবারি ঢুকে যাওয়ায় এলাকার একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। এদের যে কোন মূল্যে থামাতে হবে।

 পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না  বলেন, আমরা দেখতে পাই এলাকার ছোট ছোট  স্কুল পড়ুয়া ছেলেরা   মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। এদের নিয়ে আমরা খুবই চিন্তিত। সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে দলমত বিবেচনা না করে মাদক সম্রাটদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল শিক্ষক মনি  জানান  , মাদক একটি সামাজিক ব্যাধি । একে সবাই মিলে প্রতিহত করতে হবে। এ ব্যাপারে কোন ছাড় হবে না এ সময়ে  সমস্ত এলাকা বাসী  উপস্থিত থেকে বক্তব্য  রাখেন কামাল হোসেন ,মোকলেছুর রহমান,মান্নান,কবির,আব্দুল্লা, সোহেল,জাহাঙ্গীর, আতিক সহ আরো অনেকেই মাদকেরপ্রতিরোধের  বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ