ঢাকা | 04 November 2025

ধনবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

" হাত ধোয়ার নায়ক হোন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে । উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ধনবাড়ী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (১৫ অক্টোবর)  বুধবার সকাল ১১ টায় এই শোভাযাত্রার আয়োজন করা হয় । এ সময় খাদ্য গ্রহণের আগে পরে এবং টয়লেট থেকে এসে কিভাবে ভালো ভাবে হাত ধুতে হবে তার বিভিন্ন নিয়মকানুন শিশুদের শেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন  ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস.এম.ফারুক ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, পরিচ্ছন্নতা মানুষকে সুস্থ রাখে, উৎফুল্ল রাখে, রোগবালাই থেকে মুক্ত রাখে। মানবদেহের মধ্যে হাতের পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো জীবাণুর বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা।  প্রতিটি শিশুকে পরিবার ও বিদ্যালয়ে নিয়মিত হাত ধোয়ার ব্যাপারে সচেতন রাখতে হবে। শিশুদের বিদ্যালয়ে টয়লেট ব্যবহারের পর ও খাবার খাওয়ার আগে হাত ধোয়ার সাবান ব্যবহারের সুবিধা থাকলে তাদের বিকাশ দ্রুত বৃদ্ধি পাবে।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ