টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত ইউনুসুর রহমান হৃদয় নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পুকুরে এ দুঘর্টনা ঘটে।
হৃদয় কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তারা কালিহাতী শহরের সাতুটিয়া এলাকায় বাসা ভাড়া থাকে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে সকালে তার মায়ের সাথে উপজেলার পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যায়। পরে স্থানীয়র উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।