ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে বীরতারা ইউনিয়ন যুবদলের আয়োজনে মধুপুর-ধনবাড়ীর এমপি প্রার্থী আলহাজ¦ ফকির মাহবুব আনাম স্বপনের নির্দেশনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কুটুক্তির প্রতিবাদে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিমান দূর্ঘটনায় নিহত ঢাকার মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থীসহ সকল নিহতের জন্য দোয়া মোনাজাত করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আব্দুল ওহাব শেখ, ইসমাইল হোসেন, আব্দুর রশিদ, আব্দুস ছাত্তার মহাসচিব, টুকন, যুব নেতা রিয়াজ আহম্মেদ, ছাত্রদল নেতা রতন কবীর, বীরতারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, ধনবাড়ী পৌর ছাত্র দল কবীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বিএনপি’র সকল নেতা ও কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।