ঢাকা | 15 January 2026

বিজয় দিবস উপলক্ষ্যে ফোরটি আপ ব্রাদার্সের প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর(শুক্রবার) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রীতি ফুটবল ম্যাচে লাল দল (২-১) গোলে সবুজ দলকে পরাজিত করেছে। 

খেলার শুরু থেকে আক্রমন পাল্টা আক্রমনের খেলা চলতে থাকে। লাল দলের পক্ষে ডাক্তার নজরুল ইসলাম,ডাঃ শরিফুল, দুলাল, মুজিবর ও শিমুল খানের সারা মাঠ জুড়ে পদচারনায় লাল ফুটবল দল গোছানো ফুটবল খেলতে থাকে। বিপরীতে সবুজ দলের অগোছালো ফুটবলের প্রদশর্নীতে প্রথমার্ধের ২৩ মিনিটের সময় শিমুল খানে দর্শনীয় ফ্রি কিক সবুজ দলের ডিফেন্ডার মিশুর পিঠে লেগে বল জালে জড়িয়ে যায়(১-০)। খেলায় পিছিয়ে পড়ে লাল দলের ইফতেখারুল অনুপম, নোমান, নিলয় বিক্ষিপ্ত আক্রমনে গোল করার চেষ্টা করতে থাকে। প্রথমার্ধের শেষ দিকে অনুপম চমৎকার শটে গোলরক্ষক আলআমিনকে বোকা বানিয়ে গোল করে(১-১) খেলায় সমতা আনেন।

দ্বিতীয়ার্ধের খেলার ৯ মিনিটের সময় প্রায় মধ্যমাঠ থেকে লাল দলের শিমুল খানের দর্শনীয় ফ্রি কি সরাসরি সবুজ দলের জালে জড়ালে(২-১) লাল আবারো এগিয়ে যায়। সবুজ দলের গোলরক্ষক সুব্রত ধর ফ্রি কিক থেকে গোল হজম করলেও আরো দুটি নিশ্চিত গোল ফিরিয়ে কিছুটা দক্ষতা দেখিয়েছেন। সুবজ দলের মধ্যমাঠ ও আক্রমনে ভালো মানের খেলোয়াড় সংকট ছিলো। যে কারনে ইফতেখারুল অনুপম তুলনামূলক পায়ে কম বল পেয়েছেন। মূলত সবুজ দলের অপরিকল্পিত খেলার কারনে গোল পরিশোধ করে আর খেলায় সমতা আনতে ব্যর্থ হলে লাল দল জয়লাভ করে। 

সুবজ দলঃ সুব্রত ধর(গোলরক্ষক),মিশু, গৌর সুন্দও, রাতুল, বিজয়, লিটন, সুজায়েত, সোহেল হাজী, মোমিন(অধিনায়ক), নিলয়, ইফতেখারুল অনুপম, নোমান, ডাক্তার আব্দুল্লাহ, ডাঃ হাসান ও মামুন।
লাল দলঃ আল আমিন(গোলরক্ষক), ডাঃ শরিফুল, সুজিত, ইমরান, বিশ^জিৎ, রফিক, উজ্জল, বেলাল(অধিনায়ক), দুলাল, শিমুল খান, ড. পিনাকী দে, হাবিব, উৎপল, ডাঃ নজরুল ও মুজিবর। রেফারীঃ হারুণ অর রশীদ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ