টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
৮ সেপ্টেম্বর, সোমবার সকালে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. জুবায়ের হোসেন এর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার রাত ১০ ঘটিকার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাপড়ী বাজারের দক্ষিণ পাশে বসবাসরত মৃত ফটিক চন্দ্রর ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রর বসতবাড়ীতে প্রথমে আগুনটি লাগলে সেখান থেকে হঠাৎ করেই তা ওই বাসাবাড়ির সামনের ভাগের পালাশ ও চান মিয়া খান এর দোকানে তা ছড়িয়ে পরে। এ সময় দোকান ও বাড়ীর সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পলু চন্দ্র জানান, রাত আনুমানিক ১০টার দিকে বাজার থেকে এসে ঘরে খাবার খেতে বসেছি, এ সময় হঠাৎ করে ধূয়া দেখতে পেয়ে বাহিরে আসলে সামনে চান মিয়া খান এর দোকানে আগুন জ্বলতে থাকলে দেখে মানুষ জনকে ডাকাডাকি করলে, মানুষ চলে আসার আগেই আগুনের লেলিহান আমার থাকার বসত ঘর, ভাইয়ের ছেলের দোকান, চান মিয়া খার দোকান ও পাশের আরো একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে, পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীরা জানান, দোকান ও বাসাবাড়ী মিলে প্রায় ১৫/১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মধুপুর থানা ফায়ার সার্ভিস জানিয়েছেন।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. জুবায়ের হোসেন জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের যথাসাধ্য সহযোগিতার জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন গৃহনির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে।