ঢাকা | 15 January 2026

ভালুকায় তুলার গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজারে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে মো. শাহজাহানের মালিকানাধীন এ গোডাউনে আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ঘটনার সময় রাত নয়টার দিকে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখে তারা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালায় । কিন্তু আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ফজলে হাসান, ভালুকা থেকে।।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ