টাঙ্গাইলের মধুপুর মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছাইফুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমূখ।