ঢাকা | 27 July 2025

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে- ফকির মাহবুব আনাম স্বপন

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, “বিএনপির সঙ্গে অন্য কোনো দলের দ্বন্দ্ব নেই। তবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।” দেশের মানুষ এখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে।  

শনিবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে হওয়া মিটিং মোতাবেক তিনি আশা করছেন , আগামী ফেব্রুয়াবির মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে।” 
তিনি বলেন, “সব দল নির্বাচন চায়। বাংলাদেশ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন যত তাড়াতাড়ি এবং যত তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল।”

বিএনপির এই নেতা বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ভালোই চালাচ্ছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি ভালোই আছে। অধ্যাপক ইউনূস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে, দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান,
 মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক,  ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বর্ধিত সভায়, আগামী নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার আহবান জানান।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও মধুপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাইফ উদ্দিন মামুন "স্মৃতি ফুটবল টুর্নামেন্ট" এর ফাইনাল খেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 


কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ