টাঙ্গাইল-৫ (সদর) আসনে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি তাঁর আয় ব্যয় ও সম্পত্তির হিসাব বিবরণীর হলফনামায় সাতটি মামলার কথা উল্লেখ করেছেন। সেসব মামলার সবকটিতেই তিনি খালাস পেয়েছেন। তাঁর পেশা আইন পেশা হিসেবে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিনী। তার কোন আয় নেই।
এদিকে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের কৃষি খাত থেকে আয় ৭০ হাজার টাকা। বাড়ি ভাড়া পান ১১ লাখ ৮ হাজার টাকা। সঞ্চয়পত্রের থেকে আয় ১ লাখ ৬৫ হাজার ৯০১ টাকা। অন্যান্য থেকে আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। নগদ তহবীল রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪০১ টাকা। তার ব্যাংকে জমা রয়েছে ৪ লাখ ১৯ হাজার ৯৮৮ টাকা। ডাকঘর সঞ্চয়পত্র ফিক্সড জমা রয়েছে ১৫ লাখ টাকা।
একটি গাড়ি রয়েছে যার মুল্য ২০ লাখ টাকা। স্বর্ন রয়েছে ৪৫ তোলা। তার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ১ লাখ টাকার। আসবাবপত্র রয়েছে ১ লাখ টাকার।
স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের কৃষি জমি নেই। পৈত্রিক সম্পত্তির ১১ শতাংশের মধ্যে তাঁর অংশ ৫ এর ২ অংশ। এছাড়া তিনতলা একটি ভবনের ৫ এর ২ অংশ তাঁর। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন ৩০ হাজার ৪০৬ টাকা।