টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংকের ৫১৬ তম গোড়াই শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিসরন সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন টাঙ্গাইল অঞ্চলের প্রধান উপ ব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন। গোড়াই শাখার ব্যবস্থাপক মো. মাহমুদুল আমীন রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয় সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, জেলা সড়ক শাখার সহকারি ব্যবস্থাপক কে এম আশরাফ উদ্দিন ফেরদৌস, শ্রমিক নেতা মীর দৌলত হোসেন বিদ্যুৎ, য্বুদল নেতা আলী আজম খান উত্থান, ভবন মালিক আবুল হোসেন প্রমুখ।