ঢাকা | 03 November 2025

সখীপুরে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: প্রেমিকসহ গ্রেপ্তার ৩

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তরুণীর প্রেমিক আব্দুর রশিদ (২৪), রশিদের বাবা আব্বাস উদ্দিন (৫৫) ও মা চন্দ্রা বেগম (৪৭)।‌ এর আগে মারধরের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে প্রেমিক রশিদসহ ৬ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। 
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আব্দুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক চলছিল। পরে তাঁরা আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আব্দুর রশিদ তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে তরুণীকে নিয়ে রাতও কাটান। একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন ওই তরুণী। পরে স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন। 
গত বৃহস্পতিবার স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর (রশিদ) বাড়িতে গেলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত সংবাদ প্রশাসনের নজরে আসে। 
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’ 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, আমার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে ওই তরুণী আমার সঙ্গে প্রেম করার সময় তাঁর বয়স, আগের বিয়ে, দুইটি সন্তানের মতো গুরুত্বপূর্ণ বিষয় গোপন রেখে প্রতারণা করেছে। ঘটনার দিন সে আমার বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাঁকে বেঁধে রাখা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম বলেন, মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ