টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় আবু হানিফা আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের জলছত্র (ধরদরিয়া) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আবু হানিফা আলী বেরিবাইদ ইউনিয়নে চুনিয়া দিগলবাইদ এলাকার বাসিন্দা এবং মৃত ইয়াছিনের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী পরিবহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে অরনখোলা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ পাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অজ্ঞাত পরিবহনের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান, ঘাতক পরিবহন শনাক্ত ও চালককে আটক করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।