ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন মনোনয়নপত্র জমা দিলেন স্বপন ফকির

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 29, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল-মধুপুর ধনবাড়ী আসনে মনোনয়ন পত্র জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেন। ছবির ক্যাপশন: টাঙ্গাইল-মধুপুর ধনবাড়ী আসনে মনোনয়ন পত্র জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেন।
ad728

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে রোববার বিকেল ৩টায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি মধুপুর ধনবাড়ী বাসীর উন্নয়নে নিবেদিত থাকতে চাই। বিগত ২৫ বছর ধরে আমি এই এলাকার উন্নয়ন করে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নে আমার উন্নয়ন কর্মকান্ডের ছাপ রয়ে গেছে। বর্তমানে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশবাসী ভোট দিয়ে বিএনপির ধানের শীষকে বিজীয় করে তারেক রহমানকে দেশবাসীর খেদমত করার সুযোগ করে দেবেন। ২৫ ডিসেম্বর তার স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। আমিও মধুপুর-ধনবাড়ী বাসীর সহযোগিতা ও দোয়া চাই। আগামীদিনে আরও বড় পরিসরে গিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।
এসময় ফকির মাহবুব আনাম স্বপন এর স্ত্রী ডা. রেশমা আনাম রোজী, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি খ. লিলি সরকার, সাধারণ সম্পাদক খ. মোতালিব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী, শিল্প বণিক সমিতির সভাপতি মিনজুর রহমান নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ