টাঙ্গাইলের মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ও ফাযিল ১ম বর্ষ ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সীরাতুন্নবী (সা:) উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে চার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সোমবার (২৯ সেপেম্বর) সকালে মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে আলিম ও ফাযিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, দাখিল পরীক্ষা-২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমদ, মধুপুুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মজিদ এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।