ঢাকা | 15 January 2026

বেগম খালেদা জিয়া’র সেই অটোগ্রাফ আর স্পর্শের অনুভূতি!

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ত্রিশ বছর আগের সেই স্মৃতি! বেগম খালেদা জিয়া’র অটোগ্রাফ! সেদিন ভাই-বোন বাবার সাথে মঞ্চে উঠেন ময়মনসিংহের গৌরীপুরে। দিনটি ছিলো ১৯৯৬সনের ২৩ মে। ঐতিহাসিক গৌরীপুর স্টেডিয়ামে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জনসভা চলছিলো। বাবা পরিচয় করিয়ে দেয়ার পর দু’ভাই বোন ডায়রীটা বাড়িয়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহাস্যোজ্জলভাবে সেই ডায়রীতে অটোগ্রাফ দেন। তাদের উজ্জল ভবিষ্যতও কামনা করেছিলেন। 

সেই স্মৃতিদিনলিপি নিয়ে জিনাত আরা মন্ডল তানি লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা। যিনি কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলিয়ে নেয়ায় ছিলো অকোতভয় এক সাহস। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তানি যুগান্তরকে বলেন, সেদিন বুঝি নাই। এই মহাকাব্যের এই মহিয়সীর নারীর স্পর্শ আর অনুভূতি জীবনকে পাল্টে দেয়, দেশকে বদলে দেয়। যার হাত ধরে এদেশের কোটি মানুষের উন্নয়ন সাধিত হয়। যিনি ছিলেন অদম্য সাহী, মেধাবী আর জীবন সংগ্রামেও একজন লড়াকু। 

ওই দিন তার সাথে ছিলো বড় ভাই ইয়াসিন ইসলাম মন্ডল জনি। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি মন্ডল ও জাহানারা মন্ডলের সন্তান। গণি মন্ডল ছিলেন তৎকালীন সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাদের বাড়ি উপজেলার ডৌহাখলা ইউনিয়নে। 

এই ছবি ও অটোগ্রাফের শেষাংশে তানি’র মন্তব্য ‘আমি ভাগ্যে বিশ^াস করি। বেগম খালেদা জিয়া এই দেশের মাটিতে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। এতটুকু বলতেই হচ্ছে- তিনি সৌভাগ্যবান। কারণ এই দেশের মাটিতেই সম্মানের সাথে তিনি মৃত্যুকে বরণ করেছেন।’

ওই নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী এএফএম নজমূল হুদাকে ধানের শীষে ভোট দেয়ার জন্য বেগম খালেদা জিয়া আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দেয়। এ নির্বাচনে ধানের শীষের প্রার্থী এএফএম নজমূল হুদা ৩৭হাজার ১১৪ ভোট বিজয়ী হন। নিকটতম প্রতিদ্ব›দ্ধী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির পান ৩১হাজার ৮২৫ ভোট ও জাতীয়পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে নুরুল আমিন খান পাঠান ২১ হাজার ১৬৩ ভোট পান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ