ঢাকা | 12 September 2025

মধুপুরের কুড়ালিয়া বি কে উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: মধুপুরে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছবির ক্যাপশন: মধুপুরে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
ad728
 
স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া বি.কে. উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ভবনটির উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। 

উদ্বোধন শেষে তিনি বিদ্যালয়ের মাঠের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন। এছাড়াও এই বিদ্যালয়ের নিরাপত্তার প্রয়োজনে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে সীমানার প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমেদ, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানসহ শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ