ঢাকা | 03 November 2025

সমুদ্রে প্রাণ হারাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জেলেরা, দায় কি জলবায়ু পরিবর্তনের

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
দক্ষিণ কোরিয়ার উপকূলীয় জেলেদের জীবনে ক্রমেই বিপদ বাড়ছে। গত বছর দেশটিতে সমুদ্রে নৌ-দুর্ঘটনায় ১৬৪ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। যাদের অধিকাংশই জেলে। আগের বছরের তুলনা এ সংখ্যা ৭৫ শতাংশ বেশি। খবর বিবিসি।বাড়তে থাকা দুর্ঘটনার বিষয়ে জেজু দ্বীপের ফিশিং বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হং বলেন, ‘আবহাওয়া ক্রমেই পরিবর্তিত হচ্ছে। সমুদ্রে হঠাৎই ঘূর্ণি তৈরি হয়, বাড়ছে ঝড়ের তীব্রতা। আমরা নিশ্চিত এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব।’

গবেষণায় দেখা গেছে, বিশ্বের গড় উষ্ণতার তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে দক্ষিণ কোরিয়ার সমুদ্র। ১৯৬৮ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫৮ ডিগ্রি সেলসিয়াস। যেখানে বৈশ্বিক গড় বৃদ্ধি দশমিক ৭৪ ডিগ্রি। উষ্ণ পানিতে আরো প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়া।

এছাড়া অনেক মাছের প্রজাতি স্থানান্তরিত হওয়ায় জেলেদের সমুদ্রের গভীরে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করতে হচ্ছে। ঝড়ের সতর্কতা পেলেও সবসময় এতদূর থেকে ফিরে আসা সম্ভব হয় না।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়ন চলতে থাকলে চলতি শতকের শেষে দক্ষিণ কোরিয়ার মোট মাছ আহরণ প্রায় এক-তৃতীয়াংশ কমে যাবে।

দক্ষিণ কোরিয়ার গবেষণা অনুযায়ী, দেশটিতে গত ১০ বছরে স্কুইড আহরণ ৯২ শতাংশ কমেছে, আর অ্যাঙ্কোভি মাছের আহরণ কমেছে ৪৬ শতাংশ। ফলে আয় কমে জেলেদের জীবন-জীবীকাও সংকটাপন্ন হয়ে পড়েছে।

সংকট নিরসনে নিরাপত্তা উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মাছ ধরা নৌকাগুলোয় নিরাপত্তা সিঁড়ি বসানো, লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা, বিদেশী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া রিয়েল-টাইম আবহাওয়া সতর্কতা, অর্থনৈতিক সহায়তা ও অবসর সুবিধাও দেয়া হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ