ঢাকা | 03 November 2025

জাতিসংঘে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ১৪২ দেশ, সমর্থন ভারতেরও

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারন পরিষদের অধিকাংশ  সদস্য দেশসমুহ। এ প্রস্তাবকে নিউইয়র্ক ঘোষনা বলা হচ্ছে । প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টা তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোন সংশ্লিষ্ঠতা থাকবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২ টি দেশ । বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০ টি দেশ। তাদের মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব ।


ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিস্পত্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন শীর্ষক শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে সমর্থনকারী ১৪২টি দেশের মধ্যে ভারত ও ছিল। এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছ। তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে এই প্রস্তাব এক পাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধে সৃষ্টি করবে। ইসরায়েলি রাষ্টদুত এটিকে ’বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ