ভ্রাম্যমাণ প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরের নগদাশিমলা বাজারে শতবর্ষী বট গাছের অংশ বিশেষ ভেঙ্গে পড়ায় অর্ধ শতাধিক হাটুরে আহত হয়। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে গোপালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নগদাশিমলা বাজারের ব্যবসায়ীরা জানান, বৃটিশ আমলের জীর্ন বট গাছের একটি অংশ গতবার ভেঙ্গে পড়ে কয়েকজন আহত হয়। গাছের অপর অংশ ছিল ঝুঁকিপূর্ন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রচন্ড বৃষ্টিতে গাছের অপর অংশ ভেঙ্গে পড়ে। ৫টি ছোট দোকান গুড়িয়ে যায়। ডালের নিচে পড়ে ২৫ হাটুরে আহত হয়। দোকানের জিনিসপত্র নষ্ট হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম জানান, হাসপাতালে ১৫জন চিকিৎসাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।