প্রতিবেদক হোসাইন মঈন
সন্তোষ মাওলানা ভাসানী আদর্শ ডিগ্রি কলেজ-এর সাবেক অধ্যক্ষ সিকান্দার হায়াৎ বলেন, শুধু শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করে গেলেই হবে না, শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম, দেশপ্রেমের চেতনা ও আদর্শকে মনে-প্রাণে ধারণ ও লালন করে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এ দেশের অমূল্য সম্পদতুল্য মানুষ। বর্বর পাক হানাদার কর্তৃক এদেশের অমূল্য সম্পদতুল্য এ মানুষগুলোকে নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে যে ক্ষতি সাধন করা হয়েছে, তা পূরণ হবার নয়। কিন্তু দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে আমরা যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যেতে পারি তাহলে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করা সম্ভব। গত ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক কবি কাজী হেমায়েত হোসেন হিমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দেবাশিস দেব, বিশিষ্ট লেখক-অনুবাদক শ. ম. আজাদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক রাশেদ রহমান, কবি ও কলেজ শিক্ষক তরুণ ইউসুফ, কবি কুশল ভৌমিক, বিশিষ্ট প্রাবন্ধিক জহিরুল হক বিদ্যুৎ, ছড়াকার ও শিশুসাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু প্রমুখ। কবিতা পাঠ করেন সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বাচিক শিল্পী সৈয়দ সাইফুল্লাহ, বাচিক ও সঙ্গীত শিল্পী আরিফ আহম্মেদ, অধ্যাপক রেখা আক্তার, ডা. দীপক পাল, কবি শামসুজ্জামান জামান, কবি ও প্রাবন্ধিক হোসাইন মঈন, মুক্তিযোদ্ধা ও কবি শাহ আব্দুর রশীদসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি, কলেজ শিক্ষক ও প্রাবন্ধিক ড. আলী রেজা।