বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে গালা ইউনিয়নে শিবপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি) মনিরের নেতৃত্বে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, গালা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল হালিম, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, বিদ্যুৎ সময়ে ইউনিয়ন নেতা সোহেল, গালা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদ গোলাম মোস্তফা, ঘারিন্দা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম'সহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।