টাঙ্গাইলের বাসাইলে একটি টেলিভিশনে ভুল তথ্যে সংবাদ প্রচার ও এর সঙ্গে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ জড়িত সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী রুহুল আমিন ভূইয়া।  
ভুক্তভোগী রুহুল আমিন ভূইয়া সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগের কারণে প্রতি মাসে আমার প্রায় ১০ হাজার টাকার ওষুধ ক্রয় করতে হচ্ছে। এমতাবস্থায় চিকিৎসা সংক্রান্ত আর্থিক অনুদানের জন্য ২০২৩ সালে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে কিডনি রোগের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আমি আর্থিক অনুদান পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো- গত ২২ সেপ্টেম্বর জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার ভুল তথ্যের ভিত্তিতে একটি টেলিভিশন, তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমাকে স্ট্রোকে প্যারালাইজড রোগি দেখিয়ে সংবাদ প্রচার হয়েছে। মূলত আমি কিডনি রোগে আক্রান্ত। সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার হওয়ায় আমি সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সমাজে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার ভুল তথ্যের কারণেই মূলত সংবাদটি প্রচার হয়েছে। তথ্য প্রকাশের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিৎ ছিল। ভুল তথ্যে ত্রুটিপূর্ণ সংবাদ প্রচারের সঙ্গে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ জড়িত সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ভূইয়া, হাজী মহব্বত আলী ভূইয়া, আব্দুর রাজ্জাক ভূইয়া, হাজী আলী আজম, সোহেল মিয়া, হোসেন আলী প্রমুখ।