ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল-১ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলীর আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দেন। তাঁর মনোনয়ন পত্র গত ২ জানুয়ারি যাচাই-বাছাই করার সময় শতকরা ১ভাগ ভোটারের স্বাক্ষর যাচাইয়ের সময় একজন ভোটারের নম্বর গড়মিল দেখা দেয়। এই কারণে তার মনোনয়ন বাতিল করেন টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শনিবার শুনানি শেষে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর ফলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোহাম্মদ আলীর বাধা থাকলোনা।

এ ব্যাপারে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, আমি জনগণের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাদের ভালোবাসার ভোটেই বিজয়ী হয়ে মধুপুর ধনবাড়ীবাসীর সেবা করবো।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ