টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
“আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, ক্যাম্পেইনের ও ব্লাড গ্রুপ পরীক্ষা কর্মসূচির মাধ্যমে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবসটি পালিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালিতে সকালে অংশ নেন টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণত সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মতালিব হোসেন সাধারণ সম্পাদক ডা: নাজমুল রনি, নির্বাহী সভাপতি সাংবাদিক এস এম শহীদসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠ,স্কুল কলেজের ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বেলা ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কলেজ চত্বর থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চাড়ালজানী মেট্রো হসপিটালের সামনে গিয়ে শেষ করে। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা মানবাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বার্তা তুলে ধরেন।
র্যালি শেষে মেট্রো হসপিটালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীসহ সকলেই এ ক্যাম্পে অংশ নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পান।আয়োজকরা জানান, মানবাধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবসেবাকে উৎসাহিত করতেই এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘সার্বজনীন মানবাধিকার ঘোষণা’-র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন“মানবাধিকার সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এটি মানুষের জন্মগত অধিকার। আজ বিশ্বজুড়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাই দেশের প্রতিটি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যের অধিকার রক্ষায়ও দায়িত্বশীল হতে হবে।”
এ বছর বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— “আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়।” মানবাধিকার শুধু বিশেষ কোনো ঘটনার বিষয় নয়; বরং প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে থাকা মৌলিক অধিকারগুলোরই নাম মানবাধিকার।