ঢাকা | 15 January 2026

সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। 
মঙ্গলবার বেলা ১১টার দিকে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম এ রউফের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী,  সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, প্রকৌশলী আরিফুর রহমান, ওসি হেলাল উদ্দিন পিপিএম, সহকারী অধ্যাপক বাবুল আকতার, প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, সাংবাদিক  মামুন হায়দার প্রমুখ বক্তব্য দেন। 
বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান বাধা। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হতে হবে। একই সঙ্গে একটি সুশাসিত ও শুদ্ধ ভবিষ্যৎ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তাঁরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ