ঢাকা | 03 November 2025

সবার জন্য নিরাপদ টাঙ্গাইল গড়তে হবে: টাঙ্গাইল প্রেসক্লাবে আহসান হাবিব মাসুদ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 24, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ । ছবির ক্যাপশন: টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ ।
ad728
বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদ বলেন, টাঙ্গাইল জেলায় একটি ঐতিহ্যবাহী জেলা হলেও এটি খুবই অবহেলিত বঞ্চিত অবস্থায় রয়েছে। নূন্যতম নাগরিক সুবিধা ও নেই এই জেলায়। সুস্থ সংস্কৃতিক ধারা বা বিনোদনের ব্যবস্থাও নেই কোথাও। আগামীতে সম্মিলিতভাবে বড় ছোট সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়তে হবে। তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়  টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথাগুলো বলেন। 

টাঙ্গাইল প্রেসক্লাব মিলনাতয়নে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন  টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ  খালেদ।
 
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।

টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭জন সদস্য ও তার পরিবারের অংশগ্রহনে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে খেলা পরিচালনায় সহযোগিতা করছেন সদস্য সচিব মোজাম্মেল হক ও সদস্যবৃন্দ হলেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি ইসলাম পলি ও মোঃ রওশন আলী।

টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট হলো সদস্যদের জন্য দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রীজ, কলব্রীজ ও ব্রে এবং সদস্যর পরিবারের জন্য লুডু, ক্যারাম ও বাঘাডুলি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ