টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনয়নে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে জেলা শ্রমিকদল নেতাকর্মীরা। সরকার ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। এরই ধারাবাহিকতায়  সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছিলিমপুর বাজার ও শাহানশাহ গঞ্জ বাজার (বরুহা হাট) সহ পথচারী ও হাট দোকান ব্যবসায়ীদের মাঝে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক টাঙ্গাইল সদর-৫ থেকে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মনিরের নেতৃত্বে  এ লিফলেট বিতরণ করা হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন,  সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিকদের নেতা লাভু, শহর শ্রমিক দল নেতা মনির, বিদ্যুৎ শ্রমিকদল নেতা সোহেলসহ শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।