টাঙ্গাইলের মির্জাপুরে শাফিউল মুজনবীন দীপ্ত (২৫) নামে সিঙ্গার কোম্পানীর এক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দীপ্ত মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ খানের ছেলে। তিনি মির্জাপুর পৌরসভার বাইমহাটী কবরস্থান এলাকার বাসিন্দা।
অধ্যাপক শহীদুল্লাহ খান জানান, তার ছেলে দীপ্ত সিঙ্গার কোম্পানীর দিনাজপুর জেলা ম্যানেজার ছিলেন। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটিতে দিনাজপুর থেকে মির্জাপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক দেড়টার দিকে মির্জাপুর বাইপাসে বাস থেকে নামার পরপরই অজ্ঞাত আরেকটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। তিনি জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেও মুঠোফোনে দীপ্ত তার মায়ের সঙ্গে কথা বলে জানায় পাঁচ মিনিটের মধ্যে সে মির্জাপুর বাইপাসে নামবে। কিন্ত এরপর তার আর কোন খোঁজ মেলেনি।
কিছুক্ষণ পর মির্জাপুর থানা পুলিশ তাকে ফোন করে জানায় তার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এদিকে শিক্ষক শহীদুল্লাহ খানের একমাত্র ছেলে সদ্য লেখাপড়া শেষ করে কর্মস্থলে যোগদান করা যুবক দীপ্ত সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোওয়ার জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।