ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে শুক্রবার (৯ জানুয়ারি/২৬) রাজগৌরীপুর সংস্কৃতিমনাদের পূর্ণমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উৎসবে অংশ নেয় গৌরীপুর সংগীত নিকেতন, অপূর্ব শিল্পী গোষ্ঠী, সারেগামা সংগীত একাডেমি, গৌরীপুর শিল্পী গোষ্ঠী, শাওন বর্ষা মিডিয়া, চলো হাঁটি সংগঠন। অনুষ্ঠানের মধ্যে ছিলো নৃত্যানুষ্ঠান, দলীয় ও একক সংগীত, কবিতা আবৃত্তি, গল্পবলা, আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী এম.এ হাই। সঞ্চালনা করেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব ও শিল্পী জনি হামিদ। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, শিল্পী জুবায়েদ হোসেন তানিম, প্রদীপ সরকার রানা, আব্দুস সুবুর ইকবাল, গৌরীপুর পৌরসভা সাবেক কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, অভিভাবক বিশ^জিৎ ঘোষ, সুজন চন্দ্র সরকার, ইসরাত জাহান লাকী প্রমুখ।
নৃত্যানুষ্ঠানে অংশ নেন ইবনাত ইসলাম পারিসা, অদ্ধিতি দাস, রূপকথা সরকার, পারিজাত সরকার ঋতু, পরমা সরকার মিতালী। সংগীতানুষ্ঠানে অংশ নেন আদ্রিজা সরকার, অদিত্য সরকারম সূর্য সরকার, স্নিগ্ধা ভৌমিক, রূপায়ন মিশ্র, পূর্ণতা মিশ্র, তাহমিন ইসলাম আদিব, তাহমিন হাসান জিসান, রূপা আক্তার, আনিশা আমিন রোজা, সৌমিকা সরকার সৃজা, উস্মিতা পন্ডিত, ঋদ্ধিমান বিশ^াস, দিপা, শ্রাবণী, নাদিয়া বিনতে বাতেন, সামিয়া আক্তার হ্যাপি, শ্রেয়সী বসাক, মাইশা তানজিন নিশাত, অর্পা বর্মন, তুতুল সরকার ঐশি, সিথি সরকার, শ্রীযাতা পাল সূচি, দলীয় সংগীতে আব্দুল হান্নান জনি, প্রদীপ কুমার সরকার রানা, জুবায়েদ হোসেন তানিম, আব্দুস সবুর ইকবালও গজল পরিবেশন করে আহাম্মদ মুসা।