ঢাকা | 03 November 2025

নির্বাচনের আগেই ফ্যাসিবাদী সরকারের বিচার দেখতে চায় জামায়াত: হাবিব মাসুদ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে অনুষ্ঠিত হয়- এ দাবি জানিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাঁচ আগস্টের পর যেসব পরিবর্তন এসেছে, সেই অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। আমরা নির্বাচনের পক্ষে। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করবো এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবো।

আহসান হাবিব মাসুদ বলেন, ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগেই তার কার্যকর বিচার দেখতে চাই। দেশের অসংখ্য খুন-গুমের দায়ে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাই জাতির প্রত্যাশা।

তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের আশায় আছি। সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটিও আমাদের অন্যতম দাবি। বর্তমানে সেই সমান সুযোগ এখনো দেখতে পাচ্ছি না। অনেক দিন পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, তাই সবাইকে সঙ্গে নিয়েই অংশগ্রহণ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ