ঢাকা | 12 September 2025

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ রবিবার ( সেপ্টেম্বর) তবে আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

শনিবার ( সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি রবিবার রাত থেকে শুরু হয়ে পরদিন সোমবার ভোর পর্যন্ত চলবে। 

 

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে, এমন স্থান হলোপূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

উল্লেখ্য, আকাশপ্রেমী সাধারণ মানুষসবার জন্য এটি এক অনন্য সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও বিরল সুযোগ মিলবে।

যখন সূর্য, পৃথিবী চাঁদ একই সরলরেখায় অবস্থান নেয় এবং পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলেই ঘটে চন্দ্রগ্রহণ। তবে তিনটি মহাজাগতিক বস্তুর কৌণিক দূরত্ব নির্ধারণ করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস।
 

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ