আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি টাঙ্গাইল শাখার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে টাঙ্গাইল শাখা ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এভিপি ও শাখা ব্যবস্থাপক ফজলুল বারি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল শাখার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৭৫০ টি কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক ফজলুল বারি বলেন, প্রতিবছর আর্ত মানবতার সেবায় এমন উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে শীতার্তদের কম্বল বিতরণ করতে পেরে ভালো লাগছে। আর্থিক এবং সামাজিক উভয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান মোঃ রিয়াসাত আজিম, নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমসহ অন্যান্য কর্মকর্তা।