টাঙ্গাইল জেলার বিভিন্ন সামাজিক, নাগরিক ও উন্নয়নমূলক ইস্যুতে কাজ করার লক্ষ্য নিয়ে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দেলদুয়ার উপজেলার বিষ্ণুপুরে অবস্থিত উবিনীগ হৃদয় বিদ্যাঘরে আয়োজিত এক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সম্মেলনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং জেলার নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের উপস্থিতিতে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আকিবুল রহমান ইকবালকে আহ্বায়ক ও শহীদ মাহমুদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ লুৎফল্লা এবং উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আবুল কালাম মোস্তফা লাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক আকিবুল রহমান ইকবাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব শহীদ মাহমুদ।
আলোচনায় বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধান খোঁজা, সম্ভাবনাকে কাজে লাগানো এবং উন্নয়ন ও অগ্রগতিতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের মূল লক্ষ্য। একই সঙ্গে নাগরিক অধিকার, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় ফোরামটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আয়োজকরা জানান, গঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ও পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। সম্মেলনের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ টাঙ্গাইলের সামাজিক ও নাগরিক ইস্যুতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।