ঢাকা | 03 November 2025

সখীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মা ও শিশুদের টিকা কার্যক্রম বন্ধ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে। এতে বন্ধ রয়েছে মা ও শিশুদের টিকাদান কার্যক্রম। গত বুধবার থেকে ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’—এর ব্যানারে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেছেন তারা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। 

কর্মবিরতিতে থাকা স্বাস্থ্য সহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মবিরতির ফলে সখীপুরসহ সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু। কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর। 

আজ রোববার সখীপুর উপজেলার প্রতিমা বংকী কমিনিউটি ক্লিনিকে শিশুকে টিকা দিতে আসা শিরিন সুলতানা বলেন, আমার দেড় মাস বয়সী শিশুকে আজ টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু টিকা কেন্দ্রে এসে জানতে পারি- স্বাস্থ্য সহকারীদের কি আন্দোলন চলছে। তাই টিকা না দিয়েই ফিরে যেতে হচ্ছে। 

সখীপুর উপজেলার স্বাস্থ্য সহকারীদের নেতৃত্ব দেওয়া কামাল হোসেন বলেন, আমরা সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। আর আশার বাণীতে বিশ্বাসী নই, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারীও কর্মস্থলে ফিরব না। 

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন রুমি বলেন, সারা দেশের মতো সখীপুরেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বিষয়টি সমাধানের জন্য উচ্চপর্যায়ে আলোচনা চলছে। এখন যেসব শিশু টিকা না দিয়ে ফিরে যাচ্ছে, বিষয়টি সমাধান হলে ওইসব শিশু টিকার আওতায় আসবে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ