ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। আজ ২২ ডিসেম্বর সোমবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের নিকট থেকে তার পক্ষে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক ছেন্টু মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুবকর সিদ্দিক, হেলালুর রহমান খান প্রমূখ।
একই দিনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলামও এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।