হাফিজুর রহমান:
টাঙ্গাইলের ধনবাড়ীতে নবাগত ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সাথে ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী থানা কমপ্লেক্সের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান স্বগত বক্তব্য প্রদান করেন। আরোও বক্তব্য দেন, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু ও ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসানসহ অন্যরা।
মতবিনিময় সভায় উপজেলার মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ,কিশোর গ্যাং, জুয়াসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ঘটনার সত্যতা উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রদানে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন