ছবির ক্যাপশন:
স্থানীয় বাসিন্দা রহমত আলী, কায়ছার হোসেন, আজিজুল হক, নাজমুল হুদা সহ অনেকেই জানান, অনেক দিন পর তারা এমন টানা বৃষ্টি দেখলেন। ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বাজারে যেতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, টানা বৃষ্টির কারণে জেলার বংশাই নদীতে গত ২৪ ঘণ্টায় ৫ সেণ্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে পাউবো সূত্র নিশ্চিত করেছে।
টাঙ্গাইল আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামি ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এ ধারা আগামি আরো ২-১ দিন থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নতুন করে সামনে এসেছে।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে টাঙ্গাইলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা সব সময় ৯০ থেকে ৯১ শতাংশে উঠানামা করছে। আগামি ২-১ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।