বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জিত সকল প্রকার আয় রাজস্ব তহবিলে অন্তর্ভুক্ত করে বাজেট প্রণয়ন ও উপস্থাপন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস সংক্রান্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাকৃবি হিসাব শাখার আয়োজনে ২৪ ডিসেম্বর (বুধবার) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা,রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের আয় বৃদ্ধির বিষয়ে তাগিদসহ স্বচ্ছতা নিশ্চিতকরণ, আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।