ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা এবং প্রথম আলো-ডেইলি স্টার -ছায়ানট-উদীচী সহ গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় টাংগাইলের ধনবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
২৪ ডিসেম্বর বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে সদা জাগ্রত ধনবাড়ীবাসীর আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বিবৃতিতে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার; তদন্তের অগ্রগতি জনসমক্ষে নিয়মিত প্রকাশ; রাষ্ট্রীয় গাফিলতি থাকলে দায় নির্ধারণ ও জবাবদিহির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট, উদীচীসহ সব হামলার পৃথক ও স্বাধীন তদন্ত; উসকানিদাতা বা সংগঠক বা অর্থদাতা চিহ্নিত করে বিচার; ভবিষ্যৎ হামলা ঠেকাতে স্পষ্ট নিরাপত্তা প্রটোকল ও দ্রুত পদক্ষেপের ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মহাসবা টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুপিটার, কমিউনিস্ট পার্টির সভাপতি আয়ুব আলী খান এবং ধনবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক ববিতা ও নিজেরা করি কর্মসুচি সংঘটক নিরেশ চন্দ্র দাস।