ঢাকা | 03 November 2025

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728




সূচনা কালিহাতী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে কালিহাতী হাই স্কুল মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মাঠ ছিল উৎসবমুখর।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সূচনা কালিহাতীর প্রতিষ্ঠাতা, ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদলের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাধন শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
এ খেলায় মুখোমুখি হয় কালিহাতীর বাংড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর।

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর একাদশ।

ফাইনাল শেষে আয়োজকরা বিজয়ী দলের হাতে ট্রফি, প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল, যা স্থানীয় ফুটবলের প্রতি মানুষের আগ্রহের উজ্জ্বল প্রমাণ  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ