ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্য গ্রেপ্তার

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের নাগরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাসস
টাঙ্গাইল, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলের নাগরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং রেজিষ্ট্রেশনবিহীন একটি ট্রাক জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ওই দুই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার সময় টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে একটি ট্রাকে বেশ কিছু লোকজন দেখে টহলরত এসআই কামরুজ্জামান তাদের  জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকটি থামাতে সিগনাল দেন। এ সময় ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুই সদস্য জুয়েল ও তাহেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি অন্তত ১৫ জন ডাকাত পালিয়ে যায়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নাগরপুর থানায় প্যানেল কোড দণ্ডবিধি ৩৯৯, ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে চুরি, ডাকতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ